1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া শুরু চলতি মাসেই - ৬৪ বাংলা টিভি
রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া শুরু চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে
ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া শুরু চলতি মাসেই

চলতি মাসেই ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার ১৫ অক্টোবর এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের আমরা আগে টিসিবির যেসব পণ্য দিতাম এখন তার সঙ্গে পাঁচ কেজি চালও যুক্ত হয়েছে। এটা আমরা অব্যাহতভাবে দিয়ে যাব। এ ছাড়া এই ফ্যামিলি কার্ড সিস্টেমটাকে আমরা ডিজিটাল কার্ডে রুপান্তর করতে যাচ্ছি। যদিও তিন মাসের মতো সময় লাগবে  এক কোটি ডিজিটাল ফ্যামিলি কার্ড তৈরি করতে। তবে আশা করছি, চলতি মাসের শেষের দিকে আমরা পাঁচটি জেলায় ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে এটি শুরু করতে পারব। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, ডিজিটাল ফ্যামিলি কার্ড আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেটির একটি প্রক্রিয়া। এর মাধ্যমে প্রতারণা বা ডুপ্লিকেট কার্ডধারী হওয়ার সুযোগ থাকবে না। প্রকৃত মানুষ সেবাটি পাবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা জানি সার্বিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম যথেষ্ট বেড়েছে। সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছিল। তবে এখন কিছুটা কমার দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত আমরা বাজার মনিটর করছি। বাজার সমন্বয় করছি যেকোন পণ্য কী দামে বিক্রি হতে পারে।    

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT