1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
রহস্যময়ী নারী (২) - ৬৪ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

রহস্যময়ী নারী (২)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে
রহস্যময় নারী (২)
রহস্যময় নারী (২)

মাহি সরকার নামে সবাই চিনলেও আসল নাম ফাতেমা আক্তার। এলাকা বাসীর খেতাব পাপিয়া। নিকট আত্মীয়রা বলেন, “এক পাপিয়া কারাগারে, আরেক পাপিয়া সবুজবাগের মানিকদিয়ায়”।

এই ফাতেমা আক্তার শান্তা, মাহি আক্তার শান্তা হলেন জালিয়াতি করে। ভূয়া দলিলের মাধ্যমে একজন প্রবাসীর জমি বিক্রি করে দেন।

যার মামলা নং: সি আর ৫৮১/২০২৩ সবুজবাগ। ধারা ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ।
বাদী- রিপন মুন্সী, পিতা: ওহাব মুন্সী, যাদুয়ারচর, শিবচর, মাদরীপুর।
বিবাদী- মাহিন আক্তার, পিতা: আমজাদ হোসেন।
সহযোগী- নজীর হোসেন, পিতা: জাবেদ আলী সরকার, মানিকদিয়া। মো: আনোয়ার আলী, পিতা: মৃত জয়নাল আবেদীন, মানিকদিয়া। মো: আমজাদ হোসেন, পিতা: মৃত জাবেদ আলী সরকার।
মামলাটি বর্তমানে সিআইডিতে রয়েছে।

অন্য আর একটি ফৌজদারী মামলা, ১৮ই মার্চ ২০২৪। সবুজবাগ থানা।
বাদী- রুমা আক্তার, পিতা: মোঃ ‍নুর হোসেন, মানিকদিয়া।
বিবাদী- মাহি সরকারের বাবা মোঃ আমজাদ হোসেন ও মাহি সরকার।
সহযোগী- নাজীর হোসেন, রাজিব হোসেন গং।

আরও একটি মামলা সবুজবাগ থানায়
বাদী- শাহীনা বেগম, মানিকদিয়া।
বিবাদী- মাহি সরকার ও তার বাবা মো: আমজাদ হোসেন।

এভাবে ভুরি ভুরি মামলার পাহাড়সহ তার জীবরে কুকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন মানিদিয়ার গন্যমান্য এলাকাবাসীর পক্ষে শহিদুল ইসলাম চান বাদশা, দেলোযার হোসেন, মোকলেছুর রহমান, রিপন মুন্সি, শাহিনা বেগমসহ অনেকেই যাহা আগামী পর্বে প্রকাশ ও প্রচার হবে।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT