1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
ফের বেড়েছে ডিমের দাম - ৬৪ বাংলা টিভি
সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

ফের বেড়েছে ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
ফের বেড়েছে ডিমের দাম
ফের বেড়েছে ডিমের দাম

রাজধানী ঢাকায় দুদিন আগেও ফার্মের মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হয়েছে। কিন্তু এখন ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। ফলে বাজারে প্রতি ডজন এখন ডিম ১৫৫ টাকা এবং পাড়া-মহল্লার কিংবা অলিগলির দোকানে তা ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনের বৃষ্টির কারণে ডিমের সরবরাহ কমে গেছে। এ ছাড়া বৃষ্টি হলে বাজারে ডিমের চাহিদাও বাড়ে। তাই দামও বেড়ে গেছে। এদিকে তিন সপ্তাহ আগে খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা বেঁধে দিয়েছিল সরকার। এর পরও দাম নিয়ন্ত্রণে না এলে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। ওই সময় কিছুটা দাম কমতে শুরু করেছিল। তবে এখন টানা তিন দিন বৃষ্টির পর ঢাকায় নতুন করে ডিমের দাম বেড়ে গেছে।

বর্তমান হিসেবে ডিমের দাম সাড়ে ১৩ টাকার কাছাকাছি চলে গেছে। এতে এক ডজন ডিম সাধারণ মানুষদের নির্ধারিত দামের থেকে বাড়তি গুনতে হচ্ছে ১৬ টাকা। নিত্যদিনের খাদ্যতালিকার অন্যতম অনুষঙ্গ ডিমের দাম বাড়ায় অসন্তোষও জানিয়েছেন ক্রেতারা।

ডিমের আড়তের ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে কয়েক দিন আড়তে আমদানি অনেক কম ছিল। এতে প্রতি ১০০ ডিমের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন আবহাওয়ায় স্বাভাবিক হচ্ছে, দুই-একদিনের মধ্যে দাম কমে যাবে।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT