1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপরেও - ৬৪ বাংলা টিভি
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপরেও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপরেও

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। তবে তারা কারা, এর কোনো তালিকা এখনো পায়নি।

রোববার ২৪ শে সেপ্টেম্বর দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা বিধিনিষেধ বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর কোন প্রভাব পড়বে না। যাদের উপর ভিসা নীতি এসেছে, তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। তিনি আরও বলেন, পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসা বিধিনিষেধে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না। এতে পুলিশের কাজের গতি কমবে না।

প্রসঙ্গত, গত ২৪ মে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে। এর ৪ মাসের মাথায় গত ২২ শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারী বা জড়িত থাকা বাংলাদেশী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যও রয়েছে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। যে সাতজনের ওপর ঐই নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাদের মধ্যে রয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ঐই নিষেধাজ্ঞার আওতায় থাকা র‌্যাবের তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন পুলিশের আইজি।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT