1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ - ৬৪ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২২ অপরাহ্ন

পটুয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে
potuakhali
potuakhali

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে চরমোন্তাজের স্লুইস বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন এবং সহসভাপতি মোশারফ খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায় , স্থানীয় রাকিব খান ও বাশির প্যাদার একটি তুচ্ছ ঘটনায় মিমাংসার জন্য চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক রাসেল খান ও দফতর সম্পাদক সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় তারা উভয়পক্ষকে নিয়ে ৮নং ওয়ার্ডের মিটারসংলগ্ন বাজারে বসে। সালিশ চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ খানের ভাতিজা রিফাত খান এসে সালিশ না মানতে দুপক্ষকে তোরজোর করে।

এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল খানের সঙ্গে তর্কাতর্কি হয় রিফাত খানের। এক পর্যায়ের সালিশে উপস্থিত সবাই রিফাতকে সরিয়ে দেয়।

পরে চরমোন্তাজ স্লুইজ বাজরে গিয় রিফাতের চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ খানের সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন প্যাদার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা ৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT