1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - ৬৪ বাংলা টিভি
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
64bangla.tv
64bangla.tv

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামী মো. লিটনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

জেলা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. লিটন (২৯) কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের উত্তর চর কাদিরা গ্রামের মৃত মোছলেহ উদ্দিনের ছেলে। নিহত রুবিনা (১৭) একই এলাকার চৌধুরী মাঝির মেয়ে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের নভেম্বরে ফুফাতো ভাই ইটভাটা শ্রমিক লিটনের সঙ্গে রুবিনার পরিবারিকভাবে বিয়ে হয়।

একই সালের ১৩ এপ্রিল বিকালে কমলনগর থানা পুলিশ গৃহবধূ রুবিনা আক্তারের মৃতদেহ তার স্বামী লিটনের বাড়ি থেকে উদ্ধার করে।

রুবিনা গলায় ফাঁস দিয়েছে বলে পরিবারের লোকজন প্রচার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তে রুবিনার মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন আসে।

এর ভিত্তিতে ওই বছরের ৮ জুলাই কমলনগর থানা পুলিশের পিএসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে রুবিনার স্বামী মো. লিটনকে অভিযুক্ত করা হয়। পরদিন তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে লিটন ঘটনার সত্যতা স্বীকার করেন।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT