1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে এক লাখ ২৬ হাজার ইয়াবাসহ ৫ জন আটক - ৬৪ বাংলা টিভি
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারে এক লাখ ২৬ হাজার ইয়াবাসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে
64bangla.tv
64bangla.tv

কক্সবাজারের টেকনাফে সাগরে অভিযান চালিয়ে এক লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজল করিম ও ইয়াকুব আলীর ছেলে মনুর আলী।

বুধবার (১৬ মার্চ) দুপুরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এ তথ্য জানান।

তৈমুর পাশা বলেন, বুধবার ভোররাতে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের জলসীমার শূণ্যরেখার কাছাকাছি কোস্টগার্ডের একটি দল টহলরত ছিল। এসময় মিয়ানমার দিক থেকে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা জলসীমার শূণ্যরেখা অতিক্রম করতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

এতে নৌকাটি না থামিয়ে দ্রুত চালিয়ে মিয়ানমার দিকে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে নৌকাটি জব্দ করে পানির ড্রামের ভিতর কৌশলে লুকিয়ে ১ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নৌকায় থাকা ৫ জন আটক করা হয়।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT