1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
দেশের কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না : হারুন অর রশিদ - ৬৪ বাংলা টিভি
রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

দেশের কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না : হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে
64bangla.tv
64bangla.tv

ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের কোথাও অবৈধ গ্যাস সংযোগ রাখা হবে না বলেছেন, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা।

শনিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও জানান, অবৈধ সংযোগের কারণে প্রচুর পরিমাণে গ্যাস চুরি হওয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে গ্যাস আমদানি করায় দেশের জ্বালানি খাতে লোকসান গুনতে হচ্ছে। তাই তিতাসের আগের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা শহরকে অবৈধ গ্যাস সংযোগ থেকে মুক্ত করা হবে।

দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কাজ চলছে । অবৈধ গ্যাস ব্যবহারকারীরা যাতে পুনরায় সংযোগ স্থাপন করতে না পারে সেজন্য মূল পয়েন্টগুলো নজরদারি করা হবে।

অবৈধ সংযোগ প্রদানের কাজে তিতাসের কেউ জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দালাল চক্রের কেউ চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT