1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
জামালপুরে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলা-ভাঙচুর - ৬৪ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

জামালপুরে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে
64bangla tv
64bangla tv
জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-ডাক্তারদের মধ্যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাক্তার পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এ সময় আটজন ইন্টার্ন ডাক্তারকে আটক করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, দুপুর সাড়ে ১২টায় জামালপুর শহরের ইকবালপুর গ্রামের করিমন নেছা (৫৫) মসজিদে নামাজ পড়তে গিয়ে আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে স্বজনরা অক্সিজেন দেওয়ার জন্য নার্স এবং ডাক্তারদের ডাকাডাকি করেন। এতে নার্স এবং ডাক্তার না আসায় রোগীর অবস্থা খারাপ হতে থাকে। স্বজনদের চিৎকারে জরুরি বিভাগের ডাক্তার এসে রোগীকে মৃত ঘোষণা করেন। রোগীর মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক, পুলিশসহ ১০ জন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ জামালপুর জেনারেল হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT