বরিশাল সরকারি কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
-
৩৯৬
বার পড়া হয়েছে
64bangla tv
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কালীবাড়ি রোডের বরিশাল কলেজ মোড় এলাকার ফাহিম হোটেলে তার ওপর এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় টিপুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ফাহিম হোটেলে চা পান করছিলেন টিপু। হঠাৎ ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন টিপু। সে সময় স্থানীয়রা ভয়ে তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর টিপুকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply