টাঙ্গাইলে সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
-
৪৬৩
বার পড়া হয়েছে
Tangail
টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মটরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুকুর নিয়ে লতিফ খানের সাথে বিরোধ চলছিল প্রতিবেশী আবু খানের পরিবারের সাথে। বিষয়টি মীমাংসায় স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের হাতাহাতি হয়। এতে আহত হন আব্দুল লতিফ। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply