পটুয়াখালীতে স্পিডবোট ডুবি: ৫ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
-
৪৪৩
বার পড়া হয়েছে
potuakhali
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবিতে পাঁচজন নিখোঁজের ৩৯ ঘণ্টা পর পুলিশ এবং ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড স্থানীয় এবং পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা কোরালীয়া লঞ্চ ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে আগুনমুখা নদীতে গলাচিপা উপজেলার পানপট্টির উদ্দেশে রওনা দেয়। বৈরী আবহাওয়ার কারণে নদীর মাঝখানে গেলে স্পিডবোটের তলা ফেটে যায় এতে ১৩ জন সাঁতরে নদীর মাঝখানে চরে এবং অনেকে সাঁতরে তীরে উঠে। বাকি পাঁচজন নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে ।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), এনজিও কর্মী মোস্তাফিজ (৩৫), কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply