শেষ হয়েছে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন,পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
-
৪০৫
বার পড়া হয়েছে
64bangla tv
শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল নয়টায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে ভোটের কার্যক্রম। ভোট নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী।
নির্বাচনী প্রচারণায় যতটা আমেজ আর উৎসাহ ছিল ততোটা উৎসাহ আর ভিড় দেখা যায়নি ভোটের দিনে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটাররা জানান নির্বিঘ্ন ভোট দিতে পেরেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে ভোট দিতে আসেন ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে দাবি করে তিনি ফলাফল মেনে নেয়ার কথা জানান।
মনু বলেন, আমি এই নির্বাচনে জনগণের যে সমর্থ্য পাচ্ছি তাতে আমি জয়ী হব।
এদিকে, বিকেলে বিএনপি প্রার্থী ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন।
বিএনপি প্রার্থী বলেন, প্রহসনের নির্বাচন আমরা চাই না। এই নির্বাচন ভোটারবিহীন হয়েছে তাই পুননির্বাচন চাই।
বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply