টঙ্গীতে যুবলীগ নেতা ফেনসিডিলসহ গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
-
৫১১
বার পড়া হয়েছে
64bangla tv
গাজীপুর মহানগরীর ৪৪ নং ওয়ার্ড যুবলীগের (সভাপতি পদপ্রার্থী) নাজমুল হক (৩৪) কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে টঙ্গীর মরকুন এলাকা থেকে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার পুলিশ।
আটক নাজমুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক (এস.আই) শাহা ফরিদ হোসেন জানায়, নাজমুল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যাবসা করে আসছিল। সে জয়পুরহাট ও দিনাজপুর হতে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য নিয়ে আসতো এবং ঢাকা ও গাজীপুরসহ অন্যান্য স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতো। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে (এ এস আই) ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মরকুন এলাকা থেকে ফেনসিডিল বিক্রির সময় ৩০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে হাতেনাতে আটক করা হয়।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply