শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ১২ অক্টোবর, ২০২০
-
৪১৪
বার পড়া হয়েছে
64bangla tv
নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে আকস্মিক ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি’র এজিএম মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই শুধু দিনের বেলা ৪-৫ টি ফেরি চলাচল করছিল এ নৌরুটে। আজ সকাল থেকে ৫টি ছোট ফেরি চলছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চ্যানেলের পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply