কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ১২ অক্টোবর, ২০২০
-
৪৮৬
বার পড়া হয়েছে
coxbazar
কক্সবাজারের উখিয়া ও রামুতে পৃথক অভিযানে ২ লাখ ৩৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে এক মেইল বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, উখিয়া উপজেলার তাজনিমারখোলা পশ্চিমপাড়ার সৈয়দ আলম মনোয়ারের (৩৫) বাড়ি থেকে এক লাখ আটাশ হাজার আটশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার টাকা।
এদিকে একইদিন উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপির তুলাতলীতে সীমান্ত থেকে কোটবাজারগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা থেকে মো.জামাল হোসেনকে (২১) আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক তিন কোটি টাকা।
অপরদিকে রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপির রেজুখালে মো. নুরকে (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ লাখ টাকা।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply