ঝালকাঠিতে গরু-মহিষ-ট্রলারসহ ৭ চোর আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
-
৫০৭
বার পড়া হয়েছে
64bangla tv
ঝালকাঠির নলছিটি উপজেলায় চোরাই গরু ও একটি ট্রলারসহ সাত চোরকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়ার ইউনিয়নের জুরকাঠীর ঘোপোরহাট বাজার সংলগ্ন সুগন্ধা নদী থেকে চারটি গরু, তিনটি মহিষ ও একটি ট্রলারসহ চোর চক্রের সাত সদস্য আটক হয়।
আটককৃতরা হলেন, স্বপন খান,লতিফ আকন,সাইদুল প্যাদা,রিয়াদ মাতুব্বর,ইসমাইল সিকদার,মোহম্মদ নিজাম,এবং লিটন হাওলাদার। তারা পটুয়াখালী ও বরিশাল জেলার আশপাশের বাসিন্দা।
স্থানীয় জানান, একটি মাছ ধরার ট্রলারে গরু ও মহিষ নিয়ে ঘোপেরহাট এলাকায় নদীর পাড়ে ঘাট দেয়। এ সময় ট্রলারের লোকদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। চক্রের সদস্যরা পরিচয় না দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে চোর চক্রের সাতজনকে আটক হয়। অপর তিনজন পালিয়ে যান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাত চোর, গরু, মহিষ এবং ট্রলারসহ থানায় নিয়ে আসে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply