লক্ষ্মীপুরে মা-মেয়েকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ৪ অক্টোবর, ২০২০
-
৪০৭
বার পড়া হয়েছে
64bangla tv
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও শিশু মেয়েকে কুপিয়ে জখমের ঘটনায় ৫ জনের নামে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে প্রবাসীর স্ত্রী মরিয়মের ভাই আমির হোসেন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এরপরই জবানবন্দির জন্য অভিযুক্ত জাহিদকে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ। ঘটনার পরপরই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। আটককৃ জাহিদ একই বাড়ির আবু তাহেরের ছেলে। মামলার প্রধান আসামি একই বাড়ির আবু তাহেরের ছেলে জাহিদ। অন্যরা হলেন, জাহিদের পিতা আবু তাহের,মা শামছুন্নাহার ও তার দুই ছেলে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, রাতের আঁধারে মা মেয়েকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আহত মরিয়মের বড় ভাই আমির হোসেন। এরপরই অভিযুক্ত জাহিদদের জবানবন্দির জন্য ১৪৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। মামলার বাকী আসামিদেরও দ্রুতই গেফতার করা হবে বলেও জানান তিনি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply