কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ৩ অক্টোবর, ২০২০
-
৫১৪
বার পড়া হয়েছে
64bangla tv
কুমিল্লায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে রংসাইড থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছে; আহত হয়েছে আরও পাঁচ যাত্রী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply