যশোরে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
-
৪৭৮
বার পড়া হয়েছে
64bangla tv
যশোর শহরের এমকে রোডে ইউসিবিএল ব্যাংকের সামনে দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী এনামুল হককে (২৫) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বিবেচনা করে ডাক্তাররা তাকে খুলনায় রেফার করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বেলা ২টার দিকে আগমনী মটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল হক ও ইমন নামে আরেক যুবক মোটরসাইকেলে করে ইউসিবিএল ব্যাংকের সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা এনামুল হকের ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ব্যাগ ছাড়তে না চাইলে তারা এনামুলের পেটে ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত এনামুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply