রাজশাহীতে অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
-
৩৬৩
বার পড়া হয়েছে
64bangla tv
রাজশাহীতে অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অস্ত্র ব্যবসায়ী হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই এলাকার মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আবদুল করিম (৫০)। শনিবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই জনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply