রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
-
৫৫৮
বার পড়া হয়েছে
64bangla tv
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তিনি বাস কাউন্টারে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
স্বজনরা জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টায় তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসা থেকে বের হয়ে বাসার সামনের গলির মুখে যেতেই ছিনতাইকারীরা তার সাথে থাকা টাকা,মোবাইল,মানিব্যাগ ছিনিয়ে নিতে চায়। বাধা দিলেই ছিনতাইকারীরা তাকে বুকে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা,মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছেন স্বজনরা।
পরে, স্বজনরা তাকে প্রথমে ইসলামি হাসপাতাল এরপর ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply