গোবিন্দগঞ্জে অটোরিকশা ছিনতাই করে, চালককে শ্বাসরোধ করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
-
৫০৩
বার পড়া হয়েছে
64bangla tv
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিলবর হোসেন নামে এক চালককে শ্বাসরোধ করে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের (টকোরগাড়ী) একটি ধানক্ষেত থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত দিলবার হোসেনের পরিবার জানায়, শনিবার বিকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয়ে দিলবর। এরপর রাতে দিলবর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পায়নি স্বজনরা।
পরে সকালে প্রতিবেশীর কাছে ধানক্ষেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে দিলবরের লাশ শনাক্ত করেন স্বজনরা। যাত্রীবেশী দুর্বৃত্তরা দিলবরকে হত্যা করে লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করে বলে অভিযোগ স্বজনদের। হত্যাকারীদের শনাক্তসহ দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান স্বজনরা।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply