পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ৩০ কেজি ওজনের বাঘাআইড়
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
-
৪৪৮
বার পড়া হয়েছে
64bangla tv
রাজবাড়ী জেলার গেয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ৩০ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাআইড় মাছ।
শুক্রবার ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরী ঘাটের অধূরে পদ্মা নদীতে জাল ফেলে স্থানীয় জেলে হযরত আলী মন্ডল। ভোর রাতে তার জালে বিশাল আকারের এই বাঘাআইড় মাছটি ধরা পরে।
সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছের আড়তে মাছটি আনলে দৌলতদিয়া ফেরী ঘাটের চাঁদনী আরিফা মৎস আড়ৎ এর মাছ ব্যাবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা মাছটি ৯৫০ টাকা কেজি দরে কিনে নেন।
মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, ৩০ কেজি ওজনের এই বিশাল আকারের বাঘাআইড় মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় কিনেছি। ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি করবো।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply