অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার, আটক ৩জন
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
-
৪৮৮
বার পড়া হয়েছে
64bangla tv
ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্স যোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এসময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ির চালকসহ ৩ জনকে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply