ভারতে বহুতল ভবন ধসে নিহত ১৩ জন
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
-
৩৭৭
বার পড়া হয়েছে
64bangla tv
ভারতে একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৫ আগস্ট) মহারাষ্ট্রের এ দুর্ঘটনায় আহত অর্ধশত মানুষকে উদ্ধার করা হয়েছে। এখন ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে আছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
উদ্ধার তৎপরতায় ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার সদস্যরা উপস্থিত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের মাহাদে অবস্থিত পাঁচতলা আবাসিক ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট রয়েছে। হঠাৎ করেই ভবনটি ধসে পরে বলে জানা গেছে। গুরুতর আহতদের চিকিৎসা সহায়তায় ইতিমধ্যে মুম্বাইয়ে নেয়া হয়েছে। পাঁচতলা ভবনটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকৌশলীর কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply