আশুলিয়ায় বাথরুম থেকে কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ২৪ আগস্ট, ২০২০
-
৫২৮
বার পড়া হয়েছে
64bangla tv
সাভারের আশুলিয়ায় বাসাবাড়ির বাথরুম থেকে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে আশুলিয়ার বেরণ এলাকার আব্দুল মজিদের বাড়ি থেকে ওই কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. জামাল (৫২) আশুলিয়ার বেরণ মানিকগঞ্জ পাড়া এলাকার আব্দুল মজিদের মালিকানাধীন টিনশেডের বাড়ির কেয়ারটেকার ও একই বাড়িতে পরিবার নিয়ে সে বসবাস করে আসছিলেন।
মৃতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে পরিবারের সাথে খাবার খেয়ে ঘুমাতে যান জামাল। পরে মধ্যরাতে কক্ষ থেকে বেরিয়ে বাইরের বাথরুমে যান তিনি। এরপর ভোরে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তাকে না পেয়ে খোঁজ শুরু করে।
এ সময় বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ পাওয়ায় অনেক ডাকাডাকির পরও কোন সাড়া মিলছিলো না। পরে দরজা ভেঙ্গে বাথরুমের ভেতরে অ্যাঙ্গেলের সাথে পড়নের গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জামালের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সকালে জামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply