কেরানীগঞ্জে জালদলিলের মাধ্যমে অসহায় পরিবারের জায়গা দখলের অভিযোগ
মো.মাসুম
-
আপডেট সময়ঃ
সোমবার, ১৭ আগস্ট, ২০২০
-
৫৫৯
বার পড়া হয়েছে
64bangla tv
ঢাকার কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকায় জালদলিলের মাধ্যমে একটি অসহায় পরিবারের কোটি টাকার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী ভূমি দস্যু চক্রের বিরুদ্ধে। ওই ভূমি দস্যুচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে এখন ভুক্তভোগী অসহায় পরিবারটিকে হয়রানী করা হচ্ছে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম রানা জানান, মান্দাইল মৌজায় আমিরাবাগ এলাকায় তাদের পৈত্রিক সাড়ে ২০ শতাংশ জায়গা রয়েছে। এই জায়গার কিছু অংশে তাদের বসত ভিটা এবং বাকি কিছু অংশ পতিত ও কিছু অংশে গাছপালা রয়েছে। বসত ভিটায় তাদের পৈত্রিক দেড়’শ বছরের পুরানো একটি আধা-পাকা ঘরে সে এবং তার ছোট ভাই জাহিদুল ইসলাম নিশাত পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন।কিন্ত প্রভাবশালী ফজলুর রহমান গং ওই জমির একটি জাল দলিল করার মাধ্যমে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। এই জমিটি নিয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) অফিসে একটি মিসকেস করা হলে সে মিসকেসের আদেশ বাদী আমিনুল ইসলাম রানা গংদের পক্ষে আসে।এতে ফজলুর রহমান গং আদালতে ওই মিসকেসের বিপরীতে আপিল করেছেন। মামলাটি আদালতে এখনো চলমান আছে। ফজলুর রহমান গংয়ের আদালতে করা চারটি মামলার একটি মামলায় পিবিআই নিরপেক্ষ তদন্ত করে আমিনুল ইসলাম রানার পক্ষেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। ফজলুর রহমান গংদের বিরুদ্ধে মডেল থানায় অভিযোগ করলে পুলিশ এসে প্রথম দফায় কাজ বন্ধ করে দিয়ে যায়। পরে দ্বিতীয় দফায় আবারো তারা ওই জমিতে মাটি ভরাটের কাজ করে। এতে বাঁধা দিতে গিয়ে সে ও তার পরিবারের লোকজনকে মারধরসহ নানা হুমকীর শিকার হতে হয়েছে। পুলিশ এসে আবারো তাদের কাজ বন্ধ করে দিয়ে যায়। এই ঘটনায় ভূমিদস্যু ফজলুর রহমান গংদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। এখন এই অসহায় পরিবারটি তাদের বসত ভিটা রক্ষার জন্য ভূমিদস্যুদের হুমকীতে চরম নিরাপত্তহীনতা ভুগছে। এব্যাপারে ফজলুর রহমান গংয়ের মোঃ সেন্টু জানান,তারা কোন জাল দলিল করেন নাই। জাল দলিল হলে সেটা আদালতে প্রমান হবে। আমিনুল ইসলাম রানা গংদের বিরুদ্ধে তারা কোন মামলা করেন নাই।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply