রাজধানীর কদমতলীতে ৮ লাখ টাকার জাল নোটসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ১৬ আগস্ট, ২০২০
-
৪২৪
বার পড়া হয়েছে
64bangla tv
রাজধানীর কদমতলী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিকেল থেকে কদমতলী এলাকার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে এসব জাল নোট দিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।
এ সময় কামাল হোসেন, মোস্তফা, হৃদয় হাসান, আয়েশা আক্তার নামে আটককৃত ওই চারজনের কাছ থেকে মোট ৭ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয় বলে জানায় কদমতলী থানা পুলিশ।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply