মাদারীপুরে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে সাবেক ইউপি চেয়ারম্যানকে
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ১০ আগস্ট, ২০২০
-
৪০১
বার পড়া হয়েছে
64bangla tv
মাদারীপুরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিবর রহমান বালীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় শরিয়তপুরের রায়পুরে এ হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়েছে। আহত আজিবর রহমান বালী মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, শরিয়তপুরের জয়নগর থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আজিবর রহমান বালী। এ সময় শরিয়তপুরের রায়পুরে পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply