মেঘনা নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
-
৩২২
বার পড়া হয়েছে
64bangla tv
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মাকমুদুল (১৮) নামের যুবকের নিখোঁজের তিনদিন পর তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রায়পুরার তুলাতুলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার চর মাধবদী গ্রামের আ.কাদিরের ছেলে।
স্থানীয় ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায় ৩ আগস্ট সোমবার দুপুর একটায় নরসিংদীর চরমাধবদী গ্রাম থেকে ছয় বন্ধু দুইটি মোটরবাইকে দুপর ২টায় ভৈরব আসেন। ঘণ্টাদুয়েক ঘোরাঘুরি করে বিকাল ৪টায় পাঁচ বন্ধু মেঘনা নদীতে গোসল করতে নামেন এবং কিছুক্ষণ সাঁতার কেটে তারা রেল ব্রিজের পিলারের নিকট যাওয়ার চেষ্টা করেন।
এ সময় প্রচণ্ড স্রোতের মধ্যে পড়েন তারা। এসময় তাদের চিৎকার শুনে মাঝিরা দুইজনকে টেনে তুললেও মাকমুদুল নামের যুবক পানিতে তলিয়ে যান।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply