৩০ কেজি হরিণের মাংস উদ্ধার সুন্দরবনে
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ২৬ জুলাই, ২০২০
-
৪০৩
বার পড়া হয়েছে
64bangla tv
সুন্দরবন থেকে হরিণের ৩০ কেজি মাংস, দুটি মাথা ও ৮টি পা উদ্ধার করা হয়েছে।রোববার (২৬ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল টহল ফাঁড়ির বনরক্ষীরা এগুলো উদ্ধার করেন।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সকালে নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে দুটি নৌকায় দুজনকে দেখা যায়। তাদের ডাকলে বনের পাশে তারা নৌকা থামান। কিন্তু বনরক্ষীরা কিছু বোঝার আগেই দৌড়ে পালিয়ে যান তারা।
এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ৩০ কেজি মাংস, দুটি মাথা, ৮টি পা উদ্ধার করা হয়। জব্দ করা হয় নৌকা দুটি। বন আইনে মামলার পর এসব আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply