পানিবন্দি মানুষকে সরিয়ে নিতে প্রস্তুত ১ হাজার আশ্রয়কেন্দ্র- ওবায়দুল কাদের।
নিজেস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
-
৩২৫
বার পড়া হয়েছে
64bangla tv
বন্যায় পানিবন্দি মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে এবং প্রয়োজনে সরিয়ে নিতে প্রায় ১ হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ জুলাই) তার সরকারি বাসভবনে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল, গবাদিপশুসহ সম্পদ নষ্ট হচ্ছে, দেশের প্রায় ১৫টি জেলায় বন্যা দেখা দিয়েছে এছাড়াও অন্যান্য জেলায়ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ মন্ত্রণালয় সহায়তা নিয়ে ইতিমধ্যেই পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply