1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী - ৬৪ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে
64bangla.tv
64bangla.tv

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে বলেছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সাধন চন্দ্র মজুমদার জানান, একইসাথে খাদ্যবান্ধব কর্মসূচিও চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। প্রথম ধাপে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে; এরপর ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারী বাদ দিয়ে আবার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলবে। ১১ লক্ষাধিক মেট্রিক টন চাল সংগ্রহের টার্গেট প্রায় পুরোপুরি অর্জিত হয়েছে।

রাশিয়া থেকে ৫ লাখ টন গম, ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার চাল এবং ভারত থেকে ১ লাখ টন চাল কেনা হবে এ সময় উল্লেখ করেন খাদ্যমন্ত্রী বলেন, মিয়ানমার থেকেও ২ লাখ টন চাল কেনার ইচ্ছা আছে।

এই মুহুর্তে খাদ্যশস্যের মজুদ সর্বোচ্চ। বাজারে চালের দাম এখন নিম্নমুখী। সামনে আরও কমবে। বাজার মনিটরিং চলছে।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT