1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বিপুল পরিমান মাদকসহ সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম সাত্তার গ্রেফতার - ৬৪ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২০ অপরাহ্ন

বিপুল পরিমান মাদকসহ সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম সাত্তার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) রাজধানীর বনানীর অভিজাত এলাকার বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে কোকেন, এমডিএমএ, বিলাতী মদ, কুশ, এলএসডি ,সিসা, আইস, গাঁজা, গাঁজার কেক, নগদ অর্থ ১লক্ষ ৬৭ হাজার টাকাসহ “সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম সাত্তারকে  গ্রেফতার করে ।

জানা যায়, (রবিবার) ৪ঠা সেপ্টেম্বর ২০২২, বিকাল ৪টার সময়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল এর সার্বিক নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে সকল সার্কেলের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বনানীর ১১ নং রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে  ৩০ গ্রাম কোকেন, ১৮৫ পিস এমডিএমএ (এক্সটাসি), ২০ বোতল বিলাতী মদ, ১২৫ গ্রাম  কুশ, ২৯ ব্লটার এলএসডি, ৩০০ গ্রাম সিনথেটিক গাঁজা, ৫ গ্রাম আইস ৭০০ গ্রাম সীসা ও সীসা সেবনের হুক্কা ২টি, ১৬০ গ্রাম (১টি) গাঁজার কেক (ক্যানাবিস কেক) ও  নগদ ১,৬৭,০০০ (এক লক্ষ সাতষট্টি হাজার) টাকাসহ  সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো: সেলিম সাত্তার (৬১) কে হাতেনাতে গ্রেফতার করে। অভিযানের সত্যতা জানিয়ে উপপরিচালক মো: রাশেদুজ্জামান বলেন, সেলিম সাত্তার সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। বিভিন্ন দেশে যাতায়াতের সুবাদে সে বিভিন্ন মাদক সম্পর্কে অবগত হয় এবং দীর্ঘদিন যাবৎ সে উপরোক্ত মাদকসমূহ সেবন করে আসছে এবং তার বন্ধু মহলসহ একটি চক্রকে উপরোক্ত মাদকসমূহ সরবরাহ করে আসছে। বিশেষ করে বিভিন্ন পার্টিতে উপরোক্ত মাদকসমূহ সরবরাহের জন্য তিনি এগুলো নেদারল্যান্ড, স্পেন,  আমেরিকা ও বিভিন্ন দেশ থেকে এলএসডি, কুশ, কোকেন , আইস, ক্যানাবিস চকলেট ও বিদেশী মদ স্থানীয়ভাবে সংগ্রহ করতেন। তার সাথে সংশ্লিষ্টদের নেটওয়ার্ক এর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT