তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। আবারো ২৪ ঘন্টার ব্যবধানে নরসীংদী, বগুড়া, চাঁদপুর, ও যশোরে বিপুল পরিমান মাদক ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার।
(সোমবার) ১৩ই এপ্রিল, ২০২২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসীংদীর সহকারী পরিচালক মো নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),রায়পুরা সাজ্জাত হোসেন এর নেতৃত্বে, একটি রেইডিং টিম নরসিংদী জেলার রায়পুরা থানাধীন ভিটি মরজালস্হ মার্কো ফিলিং স্টেশনের সামনে তিশা গ্রুপ পরিবহনে অভিযান পরিচালনা করে মোঃ রুবেল মোল্লা (২৬) পিতাঃ খলিল মোল্লাকে ৩ (তিন) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
পৃথক অভিযানে রায়পুরা থানাধীন চারাবাগস্হ বিসমিল্লাহ সুপার মার্কেটের সামনে এস আর নামক পরিবহন থেকে মোছাঃ পারভীন ওরফে আসমা(৩৫) স্বামীঃ নোয়াব মিয়াকে ১০ (দশ) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সেরাজুল ইসলাম বাদী হয়ে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।
(সোমবার) ১৩ই এপ্রিল, ২০২২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,বগুড়ার উপপরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া জেলার শেরপুর থানাধীন অভিযান পরিচালনা করে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ও ৩০(ত্রিশ) বোতল PHENSEDYLসহ ২ জনকে গ্রেফতার করে। এবং ২০(বিশ) বোতল PHENSEDYL সহ ১(এক)জন মহিলাকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান ও মোঃ আবির হাসান,উপ-পরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী শেরপুর থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করেন।
(মঙ্গলবার) ১২ এপ্রিল, ২০২২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল মার্কেটের বেষ্ট এন্ড টেষ্ট নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ ফাহিম (১৯), পিতা- রুবেল মিয়া, এবং মোঃ রাব্বী হোসেন(১৮), পিতা- মৃত আবুল হোসেনকে ১০(দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপর এক অভিযানে পরিদশর্ক মোঃ মজিবুর রহমান, এর নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন ফয়সাল শপিং কমপ্লেক্স নামীয় মার্কেটের পিক এন্ড পে সুপার শপের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ (২৫), পিতা- মোঃ আলমগীর হোসেন এবং মোঃ সজিব খান(২৪), পিতা- মোঃ সুলতান খানকে ৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মজিবুর রহমান ও উপ-পরিদর্শক মেহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
(সোমবার) ১৩ই এপ্রিল, ২০২২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর নেতৃত্বে, পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতোয়ালী থানাধীন শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাজ্জাদ হোসেন (৪৫) কে ৫৫ (পঞ্চান্ন) বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
Leave a Reply