ঠাকুরগাঁওয়ে চলছে নাবান্ন ও কালীপুজার উৎসব
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
-
৪২৯
বার পড়া হয়েছে
64bangla tv
ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলার পীরগঞ্জ,রানীশনকৈল,হরিপুর,বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় চলছে কালীপূজা ও প্রাচীনতম ধর্মীয় প্রথায় সনাতন হিন্দুদের প্রতি ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব উল্লাস।
জানা যায়,প্রতি বছরের ন্যায় আমন ধান কাটার সময় নতুন চালের ভাত খাওয়ার প্রাক্কালে নতুন শীতের সবজি দিয়ে রান্না করে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের নিমন্ত্রণ করে বাড়িতে ঈশ্বর,সেবা হরিনোট,মহানাম যজ্ঞ,হরিনাম সংকীর্তন,ভজন কীর্তন শেষে অতিথি সেবা করান।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply