৮ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
-
৪৩৩
বার পড়া হয়েছে
gazipur
গাজীপুরের কোনাবাড়ী তুরাগ নদ থেকে নিখোঁজের সাড়ে ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি মরদেহটি উদ্ধার করে। এর আগে গুরুতর অবস্থায় অপর কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরের কোনাবাড়ী বাইমাইল ব্রিজে সংলগ্ন এলাকায় পরিবারের কয়েকজন নদীর পাড়ে ঘুরতে যায়। তুরাগ নদের পাশের খালে মাছ ধরা দেখতে গিয়ে স্রোতে পড়ে যায় শিখা। বাঁচাতে মামাতো ভাই এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে মামাতো ভাই সনজিৎকে জীবিত উদ্ধার করা হয়। তবে অভিযান চালিয়ে দীর্ঘ সাড়ে আট ঘণ্টা পর শিশু শিখা রানীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply