স্বাস্থ্যবিধি না মেনে কয়রায় বামিয়া জি আই বি ক্লাব কর্তৃক ফুটবল টুর্নামেন্ট খেলা চলছে
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
-
২৮৪
বার পড়া হয়েছে
64bangla tv
বর্তমানে বিশ্ব জুড়ে আতংক মহামারী করোনা ভাইরাস মারাত্নক আকার ধারন করছে, সময়ে মানুষের জিবনের ঝুকি নিয়ে কয়রা উপজেলার বামিয়া জি আই বি ক্লাব কর্তৃক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা চলছে এ যেনো মরার ওপর খাড়ার ঘা,আজকে অনুষ্ঠিত হল সেমিফাইনাল খেলা উক্ত খেলায় বাগালী আগমনী ক্লাব বনাম গড়ুই খালী ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়, সরজমিনে যেয়ে দেখা যায় অধিকাংশের বেশি লোকের মুখে মাক্স নেই, স্বাস্থ্যবিধি তো মানছে না। মাইকিং করে লোক সমাগম করছে, আগামী ১৬/১১/২০ রোজ সোমবার ফাইনাল খেলা হবে সে জন্য জোরালো ভাবে আরো মাইকিং করছে। এজন্য করোনা ঝুকিতে পড়তে পারে কয়রা বাসী। প্রশাসন নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply