মাদারীপুরে চোরাই মাইক্রোবাসসহ ১ জন আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
-
৩৬০
বার পড়া হয়েছে
Madaripur
মাদারীপুরে চোরাই মাইক্রোবাসসহ সিন্টু শেখ (২৮) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে সেন্টুকে আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর নিজস্ব মাইক্রোবাসযোগে মাদারীপুর শহরে পরিবার নিয়ে ঘুরতে যান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল গ্রামের সালাম মাতুব্বরের স্ত্রী হ্যাপী বেগম। বিকেল ৪টার দিকে কৌশলে শহরের শকুনী লেক এলাকায় পার্কিং করা অবস্থায় থাকা মাইক্রোবাসটি চুরি করে একটি চক্র। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় হ্যাপী বেগম বাদি হয়ে একটি মামলা করলে তদন্তে নামে র্যাব। পরে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে মাইক্রোবাসটি জব্দ করা হয়। একই সাথে সেন্টু শেখ নামে একজনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply