বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ বিচারক আহত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
-
৪২০
বার পড়া হয়েছে
64bangla tv
গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় চার বিচারকসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন।
এসময় মাইক্রোবাসটি লিংরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে মাইক্রোবাসে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, মো. হুমায়ূন কবীর, জেলা জজ আদালতে সিনিয়র সহকারী বিচারক এইচ এম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন, সাথে থাকা পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply