চট্টগ্রামে পেঁয়াজের বস্তায় মিলেছে পাথর। সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে এনে নগরীর কাজীর দেউড়ি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী পাথর পান পেঁয়াজের বস্তায়।
খাতুনগঞ্জের শাহ মোহছেন আউলিয়া ও মেসার্স সৌমিক ট্রেডার্স থেকে ৬৩ টাকা দরে বেশ কিছু মিশরি পেঁয়াজ কেনেন কাজীর দেউড়ির ব্যবসায়ীরা। পরে বিক্রির জন্য পেঁয়াজের বস্তা খুললে প্রতি বস্তায় এক থেকে ২ কেজি পাথর দেখতে পান তারা।
এতে প্রতি বস্তায় পেঁয়াজের জায়গায় পাথর দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তবে পাথর নিয়ে এ প্রতারণা দেশের আমদানিকারকরা নাকি রপ্তানিকারক দেশ করেছে তা এখনো জানা যায়নি।
Leave a Reply