ব্রাহ্মণবাড়িয়ায় তিন ভারতীয় নাগরিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ৯ নভেম্বর, ২০২০
-
৪২৭
বার পড়া হয়েছে
64bangla tv
অবৈধ স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৮ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার বিলাস শংকর দেশমুখা (৩৮), একই জেলার বাসন্ত সামভজি মোহিতি (২৫) ও জাবেদ আহমদ মুলানী (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় যাত্রীছাউনির সামনে তিনজনকে দেখে গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। পরে তাদের কাছ থেকে কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
সূত্রটি আরও জানায়, চক্রটি হবিগঞ্জের মাধবপুর ও কিশোরগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান ভাড়া নিয়ে স্বর্ণের ব্যবসা পরিচালনা করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ সংগ্রহ করে গলিয়ে বিক্রি করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply