সাভার থেকে পাচারের সময় সাত শতাধিক দেশি প্রজাতির পাখি জব্দ করে বনবিভাগ ও র্যাব।পাখি পাচারের দায়ে চারজনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাভার থেকে পাচারের সময় সাতশ’র বেশি পাখি জব্দ করে বন বিভাগ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে তাদের আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। র্যাবের ভ্রাম্যমান আদালত ও বনবিভাগের কর্মকর্তারা কার্জন হলের সবুজ চত্বরে অবমুক্ত করেন ঘুঘু, টিয়া আর মুনিয়াদের।
Leave a Reply