মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে তিন বালতিভর্তি তাজা ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সদর উপজেলার বাহেরচর গ্রাম থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সুরু খানের পরিত্যক্ত বাড়ির পিছনে লতা-পাতা দিয়ে ঢাকা বালতিতে বিশেষভাবে রাখা হয়েছিল ককটেলগুলো।
ডিবির ওসি মোজাম্মেল হক জানান, আসন্ন আলু মৌসুমে স্থানীয় প্রভাব বিস্তারে প্রতিপক্ষের বিরুদ্ধে এই ককটেল ব্যবহার করা হতো। ককটেলগুলো মুন্সীগঞ্জ শহরে নিয়ে আসা হয়। এর আগেই পানি ও বালু দিয়ে এগুলো বিশেষভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে।
Leave a Reply