ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ও ভ্যান শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ৪ নভেম্বর, ২০২০
-
৪৩১
বার পড়া হয়েছে
B.baria
‘রাস্তা আছে যেখানে রিক্সা চলবে সেখানে, রিক্সা যার লাইসেন্স তার’ এই স্লোগানকে সামনে রেখে পাঁচদফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পাঁচদফা দাবী গুলো হল, পৌর এলাকাসহ এর আশপাশের এলাকার রিক্সাচালকদের লাইসেন্স ও চলাচলের অধিকার দিতে হবে। পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সার লাইসেন্স ফি পাঁচশো টাকা,পায়েচালিত রিক্সার লাইসেন্স ফি ৫০ টাকা এবং রিক্সার লাইসেন্স ফি দুইশো টাকা করতে হবে। প্রত্যেক জনবহুল এলাকায় রিক্সা শ্রমিকদের স্ট্যান্ড স্থাপন করতে হবে। শহরের যানজট নিরসনের জন্যে মৌলভীপাড়া-পুনিয়াউট বাসষ্ট্যান্ড পর্যন্ত রাস্তা প্রশস্ত ও মেড্ডা থেকে জাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে। জাতীয় ইমারত নীতি মেনে সকল ইমারত নির্মাণ করতে হবে এবং সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply