সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় ট্রাক ও কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
হাইওয়ে পুলিশ জানায় রোববার মধ্যরাতে রাজশাহী থেকে ঢাকাগামী একটি আলুবোঝাই ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও কার্ভাডভ্যানের দুই চালক নিহত হয়। আহত হয় আরও একজন। নিহতদের একজনের বাড়ি রাজশাহী ও নোয়াখালী জেলায় বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply