মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাঙারির বর্জ্যের বিষক্রিয়ায় মারা গেছে এক শিশু। তিনজনকে ভর্তি করা হয়েছে ঢাকার মিটফোর্ড হাসপাতালে। শিশুদের স্বজনরা জানান ভাঙারির বর্জ্য থেকে আচার সাদৃশ্য বস্তু খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা।
রোববার (১ নভেম্বর) দুপুরে চার শিশু আচার ভেবে বিষাক্ত কিছু খেয়ে ফেললে কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় চার বছরের সাব্বির। বাকি তিনজনের অবস্থার অবনতি হতে থাকলে আনা হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে।
Leave a Reply