টাঙ্গাইলে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
-
৩৭১
বার পড়া হয়েছে
Tangail
টাঙ্গাইলের নাগরপুরে দাম্পত্য কলহের জের ধরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। এঘটনায় নিহতের স্বামী জয়নাল আবেদীন বাবুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত এগারোটার দিকে অগ্নিদগ্ধ স্ত্রী রোজিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যায় রোজিনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীর কুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে মাটিকাটা শ্রমিক জয়নাল আবেদীন বাবুর সাথে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে রোজিনা (২২) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে জান্নাতুল নামের দেড় বছরের এক কন্যা সন্তান আছে।
গতরাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরে রাত ১১টার দিকে অগ্নিদগ্ধ রোজিনাকে উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply