ময়মনসিংহের গৌরীপুরে জাকের পার্টির নেতাকে গলা টিপে হত্যা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
-
৬৭৪
বার পড়া হয়েছে
64bangla tv
ময়মনসিংহের গৌরীপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আবদুল মোতালেব (৬০) নামে জাকের পার্টির এক নেতাকে গলা টিপে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সহনাটির ইউনিয়নের ভালুকাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আবদুল মোতালেবের বাড়ি সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামে। সম্প্রতি তার বাড়ির পাশে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ হয় প্রতিবেশী চাঁন মিয়া, সুরুজ আলী ও খোকনদের সঙ্গে। সকালে রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের বিরোধ হলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবদুল মোতালেবকে প্রকাশ্যে গলা টিপে হত্যা করে।
আবদুল মোতালেবের ছেলে মো. জুয়েল মিয়া বলেন, আমার বাবা বলেছিলেন সরকারি জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করতে অথবা দুপক্ষের জমি দিয়ে রাস্তা করতে। কিন্তু প্রতিপক্ষরা বাবার কথা শোনেননি। রাস্তা নিয়ে কথা বলার সময় প্রতিপক্ষের লোকজন আমাদের আটকে রেখে বাবাকে গলা টিপে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply